আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ছুটি শেষে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
দীর্ঘ ২৫ দিনের ছুটি কাটানো শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন জাবি শিক্ষার্থীরা। অনেকে এরই মধ্যে হলে ফিরেছেন। ছুটির পর আবারও অ্যাকাডেমিক ব্যস্ততায় ফিরতে প্রস্তুত তাঁরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করে বিশ্ববিদ্যালয়ে ফিরছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্নস্থানে বেড়েছে শিক্ষার্থীদের আনাগোনা।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ট্রান্সপোর্ট, চৌরঙ্গী, বটতলা ও হলপাড়াসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের পদচারণা দেখা যায়।
তবে, অন্যান্য ধর্মাবলম্বী এবং যাদের চাকরি পরীক্ষাসহ অ্যাকাডেমিক পরীক্ষা ছিলো তাদের মধ্যে অনেকেই আবাসিক হলেই ছিলেন বলে জানা যায়।
এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে এবারও কন্ট্রোল রুম চালু করেছে জাবি প্রশাসন। তাই নির্বিঘ্নে বাড়ি থেকে ফিরছে তারা।
বিশ্ববিদ্যালয়ে প্রবেশপথগুলোতে নিরাপত্তার জন্য গার্ড, আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাতে ফুটওভার ব্রিজগুলোতেও আনসার সদস্য উপস্থিত থাকে।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়েতে টহল দেয় পুলিশ।
উল্লেখ্য, জাবিতে গত ২৩ মে (বৃহস্পতিবার) থেকে ১৫ জুন (শনিবার) পর্যন্ত ক্লাস এবং ২৯ মে (বুধবার) থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত অফিস ছুটি ছিল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/