বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ৫টি দেশে নতুন মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবর্তন ও এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচটি দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে।
নতুন মিশনগুলো স্থাপিত হবে আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাংকফুর্ট এবং ব্রাজিলের সাওপাওলো শহরে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/