শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ (দশ) কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৯জুন (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তি বগুড়া সদর উপজেলার মাটিডালী মোঠস্হ মাহথির হোটেল এর সামনের মহাসড়কে ডিবি পুলিশ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে তাদেরকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতারা হলেন-কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ধনী গালগা হীরার কুটি গ্রামের আজগর আলীর ছেলে মোঃ আব্দুল হামিদ (৪১), একই জেলার ফুলবাড়ী থানার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের ফখরুল এর ছেলে মোঃ হারুনুর রশিদ।
ডিবি সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা হানতে পায়,কুড়িগ্রাম জেলা হতে একটি প্রাইভেট কারযোগে মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার মাটিডালী মোড়স্হ মাহথির হোটেল এর সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করার সময় তাদেরকে গ্রাফতার করা হয়।
স্হানীয় স্বাক্ষীদের উপস্থিততে প্রাইভেট কারটি তল্লাশি করে গাড়ির পেছনের ডালায় রাখা প্লাস্টিকে মোড়ানো দুইটি প্যাকেট থেকে মোট ১০ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ গাড়িটি জব্দ করা হয়।
ডিবি সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল হামিদের বিরুদ্ধে একটি মাদক মামলাসহ দুটি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/