বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর পার্শ্ববর্তী দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।
শুক্রবার (২০ জুন) পাবনার চাটমোহরে অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহের (তাহের ঠাকুর)-এর খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি পরিবারের পক্ষ থেকে তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রিজভী বলেন, “ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পার্শ্ববর্তী দেশের নীতি নির্ধারকরা নানা ষড়যন্ত্র করছে।
লন্ডনে ইউনূস-তারেক বৈঠকের পর থেকেই ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়েছে। শেখ হাসিনার পতন তারা মেনে নিতে পারছে না।”
তিনি আরও বলেন, “আমরা এখন গণতন্ত্রের পথে হাঁটছি, ষড়যন্ত্র থেমে নেই। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনও গুম আছেন। মামলা, গ্রেপ্তার আর নির্যাতন সত্ত্বেও শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি। ফ্যাসিবাদের ভয়াবহ দিনগুলো পার করেছি।”
নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, “আগামী নির্বাচন যৌক্তিক সময়েই অবাধ ও সুষ্ঠু হবে। বিভিন্ন দলের দাবির আলোকে এই নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।”
আবু তাহেরের প্রসঙ্গে তিনি বলেন, “লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তিনি দলের জন্য অসীম ত্যাগ করেছেন। জেলা বিএনপিকে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি। তারেক রহমানের উপহার নিয়ে এসেছি।”
উল্লেখ্য, তিন যুগেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় তাহের ঠাকুর চাটমোহর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ছিলেন। তার অসুস্থতা ও মানবেতর জীবনযাপন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহায়তার নির্দেশনা দেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/