সরকারি-বেসরকারি সহাবস্থানের সম্পর্ক যেন কোনো সিদ্ধান্ত দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্কতা জানিয়ে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ জুন) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, “সরকার ও রাজনৈতিক দলের মধ্যে যে সহাবস্থানের পরিবেশ রয়েছে, সেটিকে সুন্দর ও স্থিতিশীল রাখতে হলে সবার দায়িত্বশীল আচরণ জরুরি। আমরা যেন কোনো হঠকারী সিদ্ধান্তে এই সম্পর্কের ক্ষতি না করি।”
তিনি আরও বলেন, “ইশরাক হোসেন তরুণ প্রজন্মের একজন আইডল। আমার দৃঢ় বিশ্বাস, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ভুলভাবে পরিচালিত করা হয়েছে, এবং এখনো তাকে সেই পথেই চালিত করা হচ্ছে।”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি সিদ্ধান্ত প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে উপদেষ্টা আসিফ জানান, “এই বিষয়ে এককভাবে আমার কোনো সিদ্ধান্ত ছিল না। আমরা উপদেষ্টা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি। আমি শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তা বাস্তবায়নের কাজ করেছি।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/