দেশে এক দিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) রেকর্ড ৩৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে সর্বোচ্চ। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৭ জনই বরিশাল বিভাগের, এছাড়া চট্টগ্রামে ৭৬, ঢাকা (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫, ঢাকা উত্তরে ১৯, ঢাকা দক্ষিণে ৪৩, খুলনায় ৮ এবং রাজশাহীতে ২৪ জন ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতাল ছেড়েছেন ৪১৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭,৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩১ জন। ছাড়পত্র নিয়েছেন ৬,৫১৬ জন রোগী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/