শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের মূলহোতা মোছাঃ রাবেয়া রিয়া(২০) এবং তার সহযোগী মানিক চন্দ্র সরকার(৪৫) নামে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
২২জুন (রোববার) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়া,শহরের খান্দার গোহাইল রোড এলাকার পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন নগরপাড়া গ্রামের মোঃ মাজেদ আলীর মেয়ে মোছাঃ রাবেয়া রিয়া এবং তার সহযোগী একই জেলার শিবগঞ্জ থানাধীন পাকুরিয়া গ্রামের বিরেন চন্দ্র সরকার এর ছেলে মানিক চন্দ্র সরকার।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন,তিনটি বাটন মোবাইল,চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এনামুল হক।
র্যাবের এই কর্মকর্তা জানান,১৫ জুন রাবেয়া রিয়া নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে বগুড়া শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় ডেকে নেয় অবসরপ্রাপ্ত প্রভাষক গোলাম রব্বানীকে।পরে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে।
সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নেওয়া হয় তার কাছ থেকে নগদ ৩৫০০ টাকা। এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮০০০টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি।
ঘটনার পর শিক্ষক গোলাম রব্বানী নিজেই বাদী হয়ে বগুড়া সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।এর পর তদন্ত র্যাব।
তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে,তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ চক্র চালিয়ে আসছিল।লক্ষ্য করত সামাজের প্রভাবশালীও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের।
অপহরণের পর মুক্তিপণ আদায় করাই ছিল তাদের মূল কৌশল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নিতে বগুড়া সদর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/