ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির সম্ভাবনার প্রেক্ষিতে বিশ্ববাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং আগামী ছয় ঘণ্টার মধ্যেই তা কার্যকর হবে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে বিশ্বব্যাপী তেল ও শেয়ারবাজারে।
বিশ্ববাজারে ব্রেন্ট শ্রেণির অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ ডলারের কাছাকাছি নেমে এসেছে। সোমবারের ট্রেডিং সেশনে তেলের দাম ৭ শতাংশ কমে যাওয়ার ধারাবাহিকতায় এটি আরও নিম্নমুখী হয়েছে। ব্রেন্টের বর্তমান দাম ১২ জুনের চেয়েও কম, যেদিন ইসরায়েল প্রথম ইরানের ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করেছিল।
তেলের দামের পাশাপাশি ইতিবাচক সাড়া দেখা গেছে এশিয়ার শেয়ারবাজারেও। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান প্রধান সূচকগুলোতে উল্লম্ফন হয়েছে। বিনিয়োগকারীদের আশা—যুদ্ধবিরতি কার্যকর হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হবে এবং বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে উভয় পক্ষ তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর অতিরিক্ত ১২ ঘণ্টা পর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে।”
বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি সত্যিই থামে, তবে শুধু জ্বালানি বাজার নয়, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও বড় ধরনের স্বস্তি ফিরবে। তবে এখনো সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত হয়নি। সূত্র: বিবিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/