জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গরু বোঝাই ট্রাক চাপাই হৃদয় হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় হোসেন মঙ্গলবার সন্ধ্যার দিকে কোচিং সেন্টার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
এসময় বন্দর বড় ব্রিজ এলাকায় পৌঁছালে হরিপুর যাদুরাণী থেকে চট্টগ্রামগামী একটি গরু বোঝাই ট্রাক- ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০ পেছন থেকে ধাক্কা দিলে এতে সে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/