শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাখরিয়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
সেই সাথে ২৬ টি দেশীয় অস্ত্র, একটি ককটেল ও ছিনতাইকৃত ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
২৫ জুন (মঙ্গলবার) বগুড়ার শাখারিয়া এলাকায় রাতভর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুই গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের দুই সদস্য হলো- আসুফ ও শাওন।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, বগুড়া সদরের শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি হিসাবে সেনাবাহিনী মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র, ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ।
লেফটেন্যান্ট আল ফাহাদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইলসহ তাদরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/