শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক খানের তৎপরতায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।
এ ঘটনায় বর রফিকুল হাসান (২০)কে কারাগারে পাঠানো হয়েছে।
২৭ জুন (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর রফিকুল হাসানকে ৭( ১) ধারায় ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে ৮ ধারায় কনে ও বরপক্ষকে ১০(দশ) হাজার করে অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খানে বলেন,শিশুদের জীবন নষ্ট হতে দেওয়া যাবে না।
বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর নজরদারি ও জনসচেতনতা মুলুক কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, শিশুটির পড়ালেখা যাতে বন্ধ না হয়,সেজন্য পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে। স্হানীয় শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করতে বলা হয়েছে।
স্হানীয়রা জানান,প্রশাসনের এমন কঠোর অবস্থানের ফলে শিশুটি নতুন করে স্কুলে ফিরে স্বপ্ন দেফতে পারবে।
অনেকে আশা প্রকাশ করছেন,ভবিষ্যতে এমন সামাজিক অপরাধ রোধে এই অভিযান অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/