জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৭১৭জন শিক্ষকের মধ্যে ১০২ জন শিক্ষক উচ্চতর শিক্ষার জন্য ছুটিতে রয়েছে।
শনিবার ( ২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪২ তম সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার বক্তব্যে এ কথা বলেন।
উপাচার্য তাঁর লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৭১৭ জন শিক্ষক, ৩৮০ জন কর্মকর্তা, ৯৭০ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৫০৬ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন।
উচ্চশিক্ষার জন্য ১০২ জন শিক্ষক ছুটিতে এবং ১১ জন শিক্ষক লিয়েন ছুটিতে রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক সংখ্যা ৫২ জন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৬ শত ৯০ জন।
বিগত শিক্ষাবর্ষে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী স্নাতক (সম্মান), ১ হাজার ১ শত ৮২ জন শিক্ষার্থী স্নাতকোত্তর, ৯ জন এমফিল এবং ৯৬ জন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/