জয়পুরহাট প্রতিনিধিঃ ভূমিসেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী (উদ্যোক্তা) ও কম্পিউটার কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জয়পুরহাট সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাঃ সবুর আলী' র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রের মিজানুর রহমান, সাজজাদ হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল আরা প্রমুখ।
৫ টি উপজেলার মোট ২০ জন কম্পিউটার কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই দোকান গুলোতে ভূমিসেবা প্রদান করা হবে।
ভূমিসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিসেবা প্রত্যাশী যে কেউ এখান থেকে সেবা গ্রহণ করতে পারবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/