শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বোনারপড়া- সান্তাহার রেলপথে বগুড়ার আদমদীঘি রেলস্টেশনে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি(কোচ)লাইনচ্যুত হয়েছে।
২৮ জুন (শনিবার) দিবাগত রাত আড়াই টার দিকে বগুড়ার আদমদীঘি স্টেশনের ৯ নম্বর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আদমদীঘি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান,রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনটি রাত ২টা ৩০মিনিটে স্টেশনের ৯ নম্নর পয়েন্ট অতিক্রম করার সময় একটি বেলি প্লেট ভেঙে যাওয়ায় দুটি কোচের চাকা লাইনচ্যুত হয়।
এতে আদমদীঘি রেলস্টেশন দিয়ে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরবর্তীতে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগি দুটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে সরিয়ে নেয়।
এরপর ভোর ৫টা ৪০ মিনিটে বিকল্প"লুপ লাইন" ব্যবহার করে রংপুর এক্সপ্রেস ট্রেনটির অবশিষ্ট বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এ ঘটনায় ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আফজার হোসেন বলেন,দুর্ঘটনাট কারণ অনুসন্ধানে একটি তদন্ত দল কাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ১১টা লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের কাজ চলছিল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/