কর্মসূচি প্রত্যাহারের পর আবারও স্বাভাবিক হয়ে উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (৩০ জুন) সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে এনবিআরে ফের জেগে উঠেছে কর্মচাঞ্চল্য।
ব্যবসায়ীদের মধ্যস্থতায় রোববার রাতে ‘মার্চ ফর এনবিআর’ এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল নয়টার আগ থেকেই এনবিআরের কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে শুরু করেন।
সকাল আটটার দিকে অফিসে পৌঁছান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
এদিন জমে থাকা কাজ নিয়ে এনবিআর কার্যালয়ে আসতে থাকেন সেবাগ্রহীতারা। রাজস্ব ভবনের সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল লক্ষ্যণীয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে হাসান মোহাম্মদ তারেক রিকাবদার বলেন, “কিছু দাবিতে ইতিবাচক সাড়া মিলেছে।
সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে, তাকে আমরা স্বাগত জানাই। ব্যবসায়ীদের অনুরোধে সব কার্যক্রম সচল রাখতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/