ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে অবৈধভাবে টিলা কাটায় যুক্তরাজ্যর পোর্টসমাউত সিটি শাখা বিএনপির সাবেক আহবায়ক এম.এ. হকসহ ৫ জনের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়।
জানা যায়, সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩৭নং ওয়ার্ড আখালিয়া এলাকার টিলারগাঁওয়ে সৈয়দা দিলারা হান্নান হলের উত্তর পাশের, আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কুমারগাঁও মৌজার এস.এ ২১০৮ নং দাগের টিলা শ্রেণির ভূমি অবৈধভাবে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে কেটে উজাড় করছিলেন বিএনপি নেতা আবদুল হক।
অবৈধভাবে টিলা কাটার বিষয়টি পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের নজরে আসলে, পরিবেশগত ক্ষতিসাধন হওয়ায় ৬ জুলাই সকাল ১০টায় কার্যালয়ের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
রোববার (২৯ জুন) সরেজমিন টিলা কাটার স্থান পরিদর্শন শেষে নোটিশ প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশীদ।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.বদরুল হুদা স্বাক্ষরিত নোটিশে বিএনপি নেতা এম. এ. হক ছাড়াও রয়েছেন তার মেনেজার আশফাক আহমেদ, এয়ারপোর্ট থানাধীন ডলিয়া এলাকার আলাউদ্দিন হাসু, এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও এলাকার সুহেল এবং জালালাবাদ থানাধীন বড়গুল এলাকার সিদ্দেক আলী।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.বদরুল হুদা জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।
আমাদের দেখে ওইখানে যারা টিলা কাটছিলো তারা পালিয়ে যায়। জমির মালিকসহ টিলা কর্তণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেছি।
ইতোমধ্যে কর্তণকৃত টিলা পরিমাপ করা হয়েছে। তারা যদি নোটিশের নির্দিষ্ট তারিখে না আসেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/