জয়পুরহাট প্রতিনিধিঃ ভূমিসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের বৈরাগী মোড়ে বিসমিল্লাহ অনলাইন পয়েন্ট এবং আরিফ কম্পিউটার নামে ২টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাঃ সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রের মিজানুর রহমান, আয়েশা সিদ্দিকা তাওহীদা প্রমুখ।
জেলার ৫ টি উপজেলায় মোট ১৮ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হবে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় ২টি এবং কালাই উপজেলায় ১টি ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক।
এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র গুলোতে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবায় সহায়তা, ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা) ও জমির নকশাসহ ভূমিসেবার যাবতীয় সুবিধা পাওয়া যাবে।
এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। ভূমিসেবা প্রত্যাশী যে কেউ এই কেন্দ্র গুলো থেকে সেবা গ্রহণ করতে পারবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/