জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: নিম্নমানের খাবার ও হাসপাতালে ঔষধ থাকা সত্ত্বেও রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে সংগ্রহ করতে বলার অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যা হাসপাতালে) দুদক অভিযান চালিয়েছে।
বুধবার (০১ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাসপাতালের রান্নাঘর, গুদামঘরসহ বহির্বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন।
অভিযান শেষে দুদক কর্মকর্তা আজমির শরিফ মারজী বলেন, হরিপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
সকাল থেকে ছদ্মবেশে এনফোর্সমেন্ট দলের সদস্যরা হাসপাতালের বিভন্ন কার্যক্রম পর্যবেক্ষণের করে এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলে।
পরবর্তীতে দলের সদস্যরা পরিচয় দিয়ে রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করে।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলা হয় এবং কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
অভিযানকালে কিছু অনিয়ম পাওয়া যায়।
তিনি আরও বলেন, রোগীদের জন্য সরবরাহকৃত খাবার পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে রোগীদের যে খাবার দেওয়া হচ্ছে তা নিম্নমানের এবং ডায়েট চার্ট মেনে তা সরবরাহ করা হয়নি।
মজুত থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় ঔষধ না দিয়ে ডাক্তার কর্তৃক তা বাহির থেকে সংগ্রহ করতে বলার সত্যতা পাওয়া গেছে এবং রোগ নির্ণয়ের কিছু যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় সেবা-গ্রহণকারীরা বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে বেশি খরচে পরীক্ষা করান।
এ বিষয়ে আরো তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তরে ব্যবস্থা নিতে পত্র প্রেরণ করা হবে। অভিযানকালে দুদকের অন্যন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/