শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে "জুলাই মাস নিয়ে কটুক্তির অভিযোগে বগুড়ায় আশরাফুল আলম তানজিল(২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১লা জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়া সদর থানাধীন সূত্রাপুর কসাইপাড়া এলাকায় ডিবি পুলিশের এই দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আশরাফুল আলম তানজিল একই এলাকার মোন্তেজার রহমানের ছেলে। আজ বুধবার বিকালে এসব তথ্য নিশিত করেছেন বগুড়ার ডিবি এইচার্জ ইকবাল বাহার।
ডিবির এই কর্মকর্তা জানান,গ্রেফতারকৃত আশরাফুল আলম তানজিল জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই মাস নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ উঠে।
তিনি আরও জানান, গ্রেফতারের সময় তানজিলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাতে ওই কটুক্তির প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/