শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় আজ বুধবার বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব হতে বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়।
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া প্রেসক্লাবের নবর্বিাচিত সহসভাপতি রাহাত আহমেদ রিটু।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্য মহসিন রাজু, জহুরুল ইসলাম, হারুন তালুকদার, শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য, শামীম আহম্মেদ, সানাউল হক শুভ প্রমূখ।
উল্লেখ্য, ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)।
এই দিনটিকে স্মরণ করে ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর অধীনস্থ সকল সদস্য দেশগুলোতে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে প্রতি বছর দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/