মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও ৪৮ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বিজিবির টহল দল তাদের আটক করে।
বিজিবির ৫২ ব্যাটালিয়ন সূত্র জানায়, পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি অঞ্চলে ঘোরাফেরা করার সময় বিজিবি সদস্যরা ৪৮ জনকে আটক করে। এদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা চিকিৎসা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
বিজিবি জানায়, মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এ পর্যন্ত মোট ৪৫২ জনকে পুশইন করে আটক করা হয়েছে। এর মধ্যে বড়লেখা উপজেলাতেই ৩৪১ জন, জুড়ী ১০ জন, কুলাউড়া ২১ জন, শ্রীমঙ্গল ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলায় ৬১ জন।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “আটককৃতরা বরিশাল, বরগুনা, যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/