শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
৪ জুলাই (শুক্রবার) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।
জানা যায়, বগুড়া শহরের মালতিনগর এলাকায় কিশোর গ্যাং সদস্যর ৩ শিক্ষার্থীকে অপহরণ করে।পরে পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে।
এমন সংবাদের ভিত্তিতে শুকবার বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি টহল দল শহরের মালতিনগর এলাকায় তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অপহৃত ৩ ছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
সেই সাথে অপহরণকারী কিশোর গ্যাংয়ের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, ১৩ টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার সেট,বিভিন্ন ব্রান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অপহরনকারী কিশোর গ্যাংয়ের ওই ৪ সদস্য হলেন- মোঃ আবির হোসেন বিদ্যুৎ(২৭), ওয়াজ মন্ডল (৩৬), মোঃ মাসুম আলম নায়য়েম(২৭) ও মেহেদী হাসান (২৩)।
সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও সাহসী অভিযানে ওই তিন ছাত্র নিরাপদে ফিরে পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এই ঘটনায় মালতিনগরসহ আশপাশের এলাকায় সন্ত্রাস ও অপরাদ দমন সেনাবাহিনীর সক্রিয় ভুমিকা নতুন করে আলেচনায় এসেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/