চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ মোট তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী এবং চলন্ত পাখিভ্যান থেকে ছিটকে পড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন—ইউপি চেয়ারম্যানের ছেলে রিয়াদ এবং তার মুরগির খামারের কর্মী পলাশ (৩৫)। অন্যদিকে, পাখিভ্যান থেকে পড়ে নিহত হন কালিদাসপুর গ্রামের হান্নান হোসেন (৪৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রিয়াদ ও পলাশ।
পথে নওদাপাড়া এলাকায় একটি দ্রুতগতির পিকআপভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিয়াদ মারা যায়। গুরুতর আহত পলাশকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে আলমডাঙ্গা থানা ভবনের সামনে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন হান্নান হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনি মাদক সেবনের পর উপজেলার মাইক্রোবাস স্ট্যান্ড থেকে একটি পাখিভ্যানে চড়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। থানা ভবনের সামনে গতিরোধকের ওপর দিয়ে যাওয়ার সময় ভ্যান থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/