“আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পে সঠিকভাবে ব্যয় করবেন এবং পালিয়ে যেতে হয় এমন কাউকে নয়”—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “ভোটার যেন নিরাপদে ভোট দিতে পারে, প্রার্থীদের পোলিং এজেন্ট যেন কেন্দ্রে থাকতে পারে, সবার সামনে যেন ভোট গণনা হয়—এমন স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যেই আমরা কাজ করছি।
আমরা কোনো দলের পক্ষে নই, জনগণ যাকে চায় আমরা তাকেই গ্রহণ করবো। কিন্তু যদি এই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারি, তাহলে ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
জামালপুর-১ অনুসন্ধান কূপ প্রসঙ্গে তিনি জানান, “এখানে প্রায় ৫ এমএমসিএফ গ্যাসের অস্তিত্ব মিলেছে, যা আগে কেউ জানতো না। পাশেই আরও একটি কূপ খননের পরিকল্পনা আছে। প্রাথমিকভাবে ২-ডি ও ৩-ডি সার্ভে করে এর সম্ভাবনা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “গ্যাস নষ্ট না করে মোবাইল প্রসেসিং প্ল্যান আনার মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে। বড় আকারের গ্যাস পাওয়া গেলে তা স্থানীয় শিল্প খাতে ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/