রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী। তারা হলেন—আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হোটেল লা মেরিডিয়ানের কাছে রাস্তা পরিষ্কারের সময় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/