জয়া আহসানের শখের তালিকায় অন্যতম হলো বাগান করা। তার বাসার ছাদ ও ব্যালকনির চারপাশে রয়েছে শতাধিক ফল ও সবজির গাছ। অবসরে সেখানে তিনি গাছ লাগানো থেকে শুরু করে সেই বাগানের পরিচর্যা করেন। প্রায়ই সেসব ফুল-ফলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
কিছুদিন আগেই কলকাতায় ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষ করে দেশে ফিরেছেন জয়া। এর পরেই তাকে দেখা গেল খামারে। সেই খামারের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে জয়া তার স্বপ্নের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমার স্বপ্ন—ছোট্ট খামার, নিঃশব্দ সুখ।
’
অভিনেত্রীর পোস্ট করা সেসব ছবিতে দেখা গেছে, জয়ার বাগানে নানান জাতের ফলন হয়েছে। এর মধ্যে পেঁপে গাছ সামনে রেখে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন।
এদিকে ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমা। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া।
১৮ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে। কিছুদিন আগেই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/