জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৭ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ শুনানি শুরু হয়।
জানা গেছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা আজ শুনানি করবেন। ইতোমধ্যে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে, গত ১ জুলাই প্রসিকিউশন পক্ষ থেকে শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আবেদন করা হয়। তারও আগে ১২ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনজনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করে।
গত ১ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ আমলে নেয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলন দমনে ১ হাজার ৪০০ জনকে হত্যার উসকানি, নির্দেশনা, পরিকল্পনা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ও ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’ নীতির আওতায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ এনেছে প্রসিকিউশন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/