শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
০৭ জুলাই (রোববার) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরের পর তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
গ্রেফতারকৃত ওই তিনজন হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে শামিম আহম্মেদ সবুজ (২৮), জোকা মোল্লাপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. শিবলু (২৮) এবং বেতগাড়ী লিচুতলা এলাকার শেখ রিয়াজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮)।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃ সবুজ, শিবলু ও রফিকুলের বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরের পর তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/