শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা রবিউল ইসলাম ডপিন(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
০৭ জুলাই (সোমবার) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলা দাড়িদহ বাজার এলাকা থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃত রবিউল ইসলাম ডপিন ময়দানহাট্টা ইউনিয়নের নন্দীপুর গ্রামের আমজাদ হোসেন এর ছেলে।
শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ব্রোজেন মাহাতো জানান,রবিউল ইসলাম ডপিন নিজেকে গোয়েন্দা(ডিবি) পুলিশের কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে মোটা অস্কারে টাকা হাতিয়ে নিতেন।
তার বিরুদ্ধে থানায় একাঊিক প্রতারণার মামলা রয়েছে।
তিনি আরও জানান,মঙ্গলবার দুপুরে তাকে আদসলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/