দেশে-বিদেশে ব্যাংক হিসাব ও স্থাবর সম্পত্তি জব্দের আদেশের পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ স্বার্থ সংশ্লিষ্ট ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ২৬টি বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনে অবরুদ্ধ করা এসব বিও হিসাবে ৫৭৬ কোটি আট লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা রয়েছে।
বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য দিয়েছেন।
হিসাব অবরুদ্ধ হওয়া উল্লেখযোগ্যদের মধ্যে অন্যরা হলেন- জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী, বসির আহমেদ, মো. এম এ সবুর, বজল আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী ও আসিফুজ্জামান চৌধুরী।
জাবেদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের বিও হিসাব অবরুদ্ধের আবেদনে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেছেন, তাদের বিরুদ্ধে ‘অর্থ পাচারের’ অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের সাতজন সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে জাবেদ, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবগুলো পাওয়া যায়। এসব হিসাব ‘নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের প্রচেষ্টা’ করা হচ্ছে। এতে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
সে কারণে ২৬টি বিও হিসাব নগদায়ন বা অর্থ উত্তোলন বন্ধ করার জন্য অবরুদ্ধ করা প্রয়োজন মনে করছে দুদক।
অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সালমান রহমান ও জাবেদের মত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং আরও অনেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থপাচারের অভিযোগ এনে তদন্ত করছে এবং মামলা করেছে।
গত বছরের ১৭ অক্টোবর জাবেদ ও তার পরিবারের নামে দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি সম্পত্তি রয়েছে।
এছাড়া তার নামে সংযুক্ত আরব আমিরাতে দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব আদালত অবরুদ্ধ রাখতে বলেছে।
এর আগে গত ৭ অক্টোবর এই দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এছাড়া তাদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আগে জাবেদের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
এর জবাবে কয়েক মাস পর আওয়ামী লীগের এ নেতা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, তার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু পাকিস্তান আমল থেকেই বিদেশে ব্যবসা করেন। তিনি সেই ব্যবসার উত্তরাধিকারী। যুক্তরাষ্ট্রে পড়ার সময়ও তিনি ব্যবসা করেছেন। যুক্তরাজ্যে তার আয়কর নথিও আছে।
সে বছর ৩১ অক্টোবর সিআইডির তরফে জানানো হয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাবেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তারা।
সিআইডি বলেছে, ‘জাবেদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের অনুসন্ধান শুরু হয়েছে।’
চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে জাবেদ চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি প্রথম মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং পরের মেয়াদে এক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/