শাহজাহান আলী বগুড়া জেলা প্রতিনিধিঃ মাদক নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসাবে সেনাবাহিনী বগুড়ার সেউজগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি দেশীয় অস্ত্র মাদক ও মাদক সেবাসামগ্রীসহ ৫ জনকে আটক করেছে।
০৯ জুলাই (বুধবার) সকালে বগুড়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বগুড়া জেলা শহরের চক সূত্রাপুর জহুরুল পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে মোঃ ফেরদৌস (৪৫), সেউজগাড়ী পালপাড়া এলাকার মৃত- সালাউদ্দিনের ছেলে আলম আকন্দ(৪৫), চক সূত্রাপুর এলাকার সিরাজ শেখের ছেলে মোঃ শাওন শেখ (২৭), সেউজগাড়ী পালপাড়া এলাকার আলম আকন্দের স্ত্রী মোছাঃ তাসলিমা বেগম (৩৭) আলম আকন্দ মেয়ে আইরিন আক্তার সোনালী। এদের মধ্যে আলম আকন্দ ও তাসলিমা বেগম বগুড়ার আলোচিত তুফান সরকারের শ্বশুর শ্বাশুড়ি।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি দেশীয় অস্ত্র, একটি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেন্সিডিল,২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং বিপুল পরিমান খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
বগুড়া সেনা ক্যাম্পের ক্যাপ্টিন সাজ্জাদ রায়হান আকাশ জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও মাদক ও মাদকের সরঞ্জামসহ তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/