শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ র্যাব-১২ বগুড়া এবং র্যাব-৪ সিপিসি -২,সাভার এর যৌথ অভিযানে বগুড়া জেলার পরকিয়ার জের ধরে চাঞ্চল্যকর গৃহবধূ মোছাঃ ববি খাতুন (২২) হত্যাকান্ডের মূলহোতা ঘাতক স্বামী মোঃ রোহান(২৬) ও পরকিয়া প্রেমিকা মোছাঃ বলি বেগম(২৪)- কে সাভার থেকে গ্রেফতার করেছে।
০৯ জুলাই (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১২, বগুড়া এবং র্যাব-৪, সিপিসি-২ সাভার এর যৌথ অভিযানিক দল র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বসুন্ধরা টেক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বগুড়ার গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় ১নং পালাতক আসামী মোঃ রোহান পিতা- রবিউল ইসলাম ইসলাম এবং ৪নং পালাতক আসামী মোছাঃ বেলী বেগম পিতাঃ মোঃ বেল্লাল হোসেন, সর্বাসাং উত্তর চেলোপাড়া, থানা সদর, জেলা বগুড়াদ্বয়কে ০৩টি মোবাইল ফোন এবং নগদ ২৫,০০০/টাকাসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোছাঃ ববি খাতুন পিতাঃ মৃত বাবু মিয়া সাং- উত্তর চেলোপাড়া, থানা-সদর, জেলা বগুড়া জহুরুল নগর গ্রামস্হ হাফিজের মোড় জনৈক ইমদাদ আলী খানের ভাড়া বাসায়র নিচ তলায় স্বামী রোহানের সাথে বসবাস করতেন।
পরবর্তীতে ভিকটিমের স্বামী রোহান মোছাঃ বেলী বেগমের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে।
এর জের ধরে গত-২৫ মে ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক সাড়ে ১০ টার দিকে ভিকটিম ববির স্বামী রোহানসহ অন্যান্য আসামীগণের কু-প্ররোচনায় ববির নিকট দুই লক্ষ টাকা যৌতুক দাবি করে।
ভিকটিম আসামীদের দাবিকৃত যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সকল আসামীগণ যৌতুকের দাবীতে ভিকটিমে শরীরের বিভিন্ন স্হানে এলোপাতাড়ি মারপিট করিয়ে জখম করে।
আসামীদের মারপিটের একপর্যায়ে ভিকটিমের স্বামী রোহান ধারালো চাকু দ্বারা পেটে নাভির উপরে স্বজরে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।
ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে আসামীগণ দৌড়ে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীদের সহযোগিতায় ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মাতা বাদী হয়ে বগুড়া জেলা সদর থানায় ৬জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
যাহা বগুড়া জেলার সদর থানার মামলা নং -৭৬ তারিখ -২৬-০৫-২৫ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০এর,১১(ক) /০৩।
উক্ত মামলার প্রেক্ষিতে র্যাব-১২, বগুড়া আসামীদেরকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বসুন্ধরা টেক এলাকায় উল্লেখিত হত্যাকান্ডর মূলহোতা স্বামী রোহান এবং রোহানের পরকীয়ার প্রমিকা বেলী বেগম অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ০৯ জুলাই রাত্রি আনুমানিক ১৯. ৩০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি এবং র্যাব-৪, সিপিসি-২ সাভার এর যৌথ অভিযানুক দল র্যাব সদর দপ্তর ইন্ট উইং সহযোগিতায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রোহান ও বেলী বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/