২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা ২০২৪ সালের ৮৩.০৪ শতাংশের চেয়ে কম।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল ঘোষণা করে। এবারের ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা হয়নি।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে; উদাহরণ: SSC Dha 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
মাদ্রাসার দাখিল পরীক্ষার ফল www.bmeb.gov.bd ও এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। প্রি-রেজিস্ট্রেশন করেও ফল দ্রুত পাওয়া যাবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.bteb.gov.bd থেকে প্রতিষ্ঠানভিত্তিক ও ব্যক্তিগতভাবে দেখা যাবে। মোবাইলের মাধ্যমে এসএমএসে ফল জানার সুযোগ রয়েছে, উদাহরণ: SSC TEC 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এবারের ফল ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে প্রস্তুত করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/