শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ হিসেবে বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
১০ জুলাই (বৃহস্পতিবার) বগুড়ার সদর উপজেলা পরিষদ চত্বরে ইউকালিপ্টাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস ও নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সদর উপজেলা কর্মকর্তা আব্দুল ওয়াজেদ জানান, ইউকালিপ্টাস গাছ দ্রুত বৃদ্ধি পেলেও এটি ভূগর্ভস্থ পানি চুষে নেয় এবং আশপাশের জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত সুলতানা ফেরদৌসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ সচেতন মহল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/