শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুটে পুলিশের ওপর হামলা চলিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ অসীমকে গ্রেফতার করেছে পুলিশ।
১১জুলাই (শুক্রবার) দিবাগত রাত বগুড়ার ধনুট থানাধীন বড়বিলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে অসীমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ অসীম ধনুট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামের মৃত- জহুরুল ইসলাম এর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইূুল আমল।
ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান,গত বৃহস্পতিবার(১০ জুলাই) বিকেলে হত্যাচেষ্টা মামকার ওয়ারেন্টভুক্ত আসামী অসীমকে গ্রেফতারে ধনুট থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক অভিযানে চালায়।
অভিযানে আসামীকে আটক করে হাতকড়া পরানোর সময় আসামীর মা ও স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান এবং পুলিশ সদস্যদেরকে পিটিয়ে আহত করেন।
একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় আসামী অসীম পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে এবং ঘটনাস্হল থেকে আসামীর মা শিউলী বেগমকে আটক করে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনজনকে আসামী করে থানায় মামলা করা হয়।
এর পরপরই পুলিশ পালাতক আসামীকে ধরতে বিভিন্ন স্হানে নজরদারি শুরু করে।
পরে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে বড়বিলা আত্মীয়র বাড়ি থেকে অসীমকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী অমীমকে আজ শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/