শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বনানী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা এ ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
১৩ জুলাই (বুধবার) রাত্রি আনুমানিক ০১.১০ ঘটিকায় র্যাব-১২, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল জেলার শাজাহানপুর উপজেলাধীন বনানী এলাকায় মাইক্রোওয়েড বেতার স্টেশন (বিটিসিএল বনানী) অফিস এর মূল গেটের সামনে রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫কেজি ৮০০গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ শামীম মিয়া(২০) ও লিমন মিয়া(২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানাধীন পাথরডুবি ইউনিয়নের মইদাম হাজিপাড়া গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ শামীম মিয়া(২০) ও একই জেলা উলিপুর থানাধীন গরুর হাটি মুন্সিপাড়া এলাকার মোঃ মুসা মিয়ার ছেলে মোঃ লিমন মিয়া (২২), বর্তমান ঠিকানাঃসাং কাঠালবাড়ী নেপাদদারগা আদগ্রাম(আবাসন),থানা-সদর, জেলা-কুড়িগ্রাম।
গ্রেফতারের সময় তসদের তাদের কাছ থেকে গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন,তিনটি সিম কার্ড এবং নগদ ১,০০০( এক হাজার) জব্দ করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যে আসামীগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষু আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিল।
তিনি আরও জানান, আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/