মেয়েরা ব্রোঞ্জ জিতলেও পারেননি ছেলেরা
কাজাখস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ জয়ের পর মেয়েদের উচ্ছ্বাস।
জয় তো অবশ্যই শেষটা পদকে রাঙাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। এশিয়া কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে উড়িয়েছেন বাংলাদেশের মেয়েরা।
তাতে প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। চীনের দাঝুতে হওয়া ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক হ্যাটট্রিককারী আইরিন রিয়া।
বাকি তিন গোল করেছেন শারিকা রিমন, কণা আক্তার ও রাইসা রিশি।
অন্যদিকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হার নিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের ছেলেরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৫-২ গোলে মালয়েশিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। লড়াইটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ গোলে সমতা ছিল। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে লড়াইটা চালিয়ে যেতে পারেনি বাংলাদেশ। ৩ গোল হজম করায় ৫-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/