শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বগুড়ার সচেতন নাগরিক ও শিক্ষার্থী সমাজ।
১৪ জুলাই (সোমবার) বিকেলে বগুড়া জেলা শহরের সাতমাথা জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধনে আয়োজকরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার একজন যোগ্য ও অভিজ্ঞ নাগরিককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও, বগুড়ার একজন গ্রেড-১ এর সিনিয়র শিক্ষকের পরিবর্তে নওগাঁ জেলার গ্রেড-২ এর একজন শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, এই নিয়োগ প্রক্রিয়ায় একটি রাজনৈতিক দলের প্রভাবশালী কয়েকজন নেতা জড়িত রয়েছেন।
তারা অবিলম্বে নিয়োগ বাতিল করে বগুড়ার একজন সিনিয়র ও যোগ্য নাগরিককে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/