জবি প্রতিনিধি: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ভিতরে আটকা পড়ে যান।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তদন্ত ও শাস্তি প্রক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে দাবি করে তারা সঠিক বিচার নিশ্চিতের দাবিতে উপাচার্য ভবনে তালা দেন।
তালাবদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘প্রহসনের বিচার মানি না, মানব না’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মাইর খাব ওপেনে, বিচার হবে গোপনে’।
এর আগে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলায় জড়িত অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে, দুইজনের ছাত্রত্ব না থাকায় তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করে এবং একজনকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য দপ্তরে আটকে ছিলেন।
ঘটনার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এই ধরনের আচরণ অনুচিত। বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১০ জুলাই শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ছাত্রদলকর্মীরা ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক— বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এবং সহকারী প্রক্টর— ও তিন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এতে ছাত্রকল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান, সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলাম এবং শিক্ষার্থী মো. ফারুক, ফেরদৌস শেখ ও মো. ফয়সাল মুরাদ আহত হন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/