তানিয়া শবনম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় শাখা ছাত্রদলের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর মধ্যে ৩ জনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং ২ জনের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া একজনকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় গত ১০ জুলাই দুইজন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার তিন নেতার ওপর হামলার ঘটনায় তদন্ত হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী—
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ,
সমাজকর্ম বিভাগের ২০১৮-১৮ সেশনের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন এবং
বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ইমরান হাসান ইমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান এবং দর্শন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়া ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. আজিজুল হাকিমকে সতর্ক করে জানানো হয়েছে যে, ভবিষ্যতে কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/