প্রিমিয়ার লিগে উত্তরণ-অবনমনের মধ্যে যেন ঘুরপাক খাচ্ছে লেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে সর্বশেষ মৌসুমে খেললেও এবার আবারও দ্বিতীয় স্তরে নেমে গেছে। ২০২৬-২৭ মৌসুমে দলকে প্রিমিয়ার লিগে তোলার দায়িত্ব আজ মার্তি সিফুয়েন্তেস দিয়েছে।
কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ সিফুয়েন্তেসকে আজ তিন বছরের জন্য কোচ নিয়োগ করেছে লেস্টার।
দলকে প্রিমিয়ার লিগে তোলার সঙ্গে শেষ পর্যন্ত হামজা চৌধুরীদের হয়ে মেয়াদ শেষ করতে পারবেন কিনা সিফুয়েন্তেস তা নিয়ে শঙ্কা রয়েছে। কেননা গত ২ বছরে ৬ কোচ বদল করেছে ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।
রুদ ফন নিস্টেলরয়ের জায়গা নিয়েছেন সিফুয়েন্তেস। গত বছর দল ১৮ নম্বরে শেষ করায় নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকারকে ছাঁটাই করে লেস্টার।
দলের দায়িত্ব পেয়ে ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘দুর্দান্ত এক ক্লাব, যাদের গর্ব করার মতো ইতিহাস রয়েছে। পরবর্তী অধ্যায় লেখার জন্য আমার দ্বারস্থ হওয়াকে সৌভাগ্যের বিষয় মনে করছি।’
হামজা নতুন কোচের অধীনে খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। কেননা বাংলাদেশি মিডফিল্ডার চলতি বছর ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন।
সেই চুক্তি শেষ হয়ে লেস্টারের খেলোয়াড় হলেও তাকে খেলানো হবে নাকি অন্যত্রে ধারে পাঠানো হবে তার সিদ্ধান্ত হয়নি এখনো।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/