শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মাদক ব্যবসায়ীর সাথে থানা পুলিশের সঙ্গে ধাস্তাধাস্তি মাদক সম্রাটের কাছে থাকা কেচির আঘাতে পুলিশ সদস্য আহতের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ থানার এ.এস.আই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বগুড়া জয়পুরহাট সড়কের উপজেলার গণেশপুরে রাত্রিকালীন ডিউটিতে যাওয়ার পথে পৌর এলাকার চাঁদনিয়া শিবগঞ্জ হাটে মাজার এলাকায় পৌছিলে ৪/৫ জন মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রি করতে দেখতে পান।
সঙ্গে সঙ্গে এ.এস.আই ও সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে ধাওয়া করে একপর্যায়ে উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ পানাতে পাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মাদক সম্রাট শাহীন (৩১ ) কে নিশা জাতীয় ট্যাবলেট ট্র্যাপেন্ডাডল ১৯ পিচসহ হাতেনাতে ধরে ফেলে।
এরপর শাহীনের সঙ্গে এ.এস.আই এর ধাস্তধাস্তির এক পর্যায়ে মাদক সম্রাট শাহীনের হাতে থাকা কেচির আঘাতে হাফিজ উদ্দিনের ডান হাত কেটে রক্তাক্ত হয় এবং সে কাদা মাটিতে পড়ে যায়।
সঙ্গীয় ফোর্স হাফিজকে আহত অবস্থায় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে এবং মাদক সম্রাট শাহীনকে আটক করে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ.এস. আই হাফিজ ডিউটিতে যাওয়ার সময় মাদক বিক্রেতাদের দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন।
মাদক বিক্রেতার কাছে থাকা কেচির আঘাতে হাফিজ আহত হয়। মাদক বিক্রেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানায় মাদক আইনে মামলা নেওয়া হয়েছে। পলাতক অন্য আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/