জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
বেনোনিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৫ রান তোলে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৫৫ রানে। বিরাট এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার জাওয়াদ আববার। ৬১ বলে ৯ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। টপ অর্ডারের বাকি দুই ব্যাটসম্যানের ব্যাট হাসেনি। আরেক ওপেনার রিফাত বেগ ১৬ এবং অধিনায়ক আজিজুল হাকিম ২৬ রানে ফেরেন সাজঘরে।
মিডল অর্ডারে দলের হাল ধরেন রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন তারা। এ সময়ে রিজান তুলে নেন ফিফটি। এরপর আরো ১৩ রান যোগ করে সাজঘরের পথ ধরেন। ৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি।
সঙ্গী হারানোর পর আব্দুল্লাহ ফিফটি পেলেও ৬৩ রানে থেমে যান। ৭৬ বলে ৭ চার হাঁকান তিনি। শেষ দিকে ১৪ বলে ১৮ রান করেন দেবাশিষ দেবা। দক্ষিণ আফ্রিকার বোলারদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট নেন বোসন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানেই ৬ উইকেট হারায় প্রোটিয়া যুবারা। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে স্বাগতিকদের চাপে রাখে। এরপর ৫৫ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে বড় হারের ধাক্কা পেতে হয় তাদেরকে।
দেয়াল হয়ে দাঁড়িয়ে অধিনায়ক মুহাম্মেদ বুলবুলিয়া ৭২ রান করেন। ৭৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন পল জেমস। বাকিরা কেউ বিশের ঘরও পেরোতে পারেননি।
বোলিংয়ে বাংলাদেশের সেরা পেসার ইকবাল হোসেন ইমন। ২৬ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন আজিজুলম, রিজান ও দেবাশিষ।
একই মাঠে ১৯ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/