জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও মৌন মিছিল-পূর্ব এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। আমরা ভোট ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই রাজপথে আন্দোলন করছি।”
তিনি অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানকে ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যারা আদতেই প্রতিষ্ঠিত নয়।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, “পক্ষপাতমূলক আচরণ করবেন না। একটি পক্ষকে সুযোগ দিয়ে অন্যদের দমন করবেন না।”
বিএনপিকে নিয়ে কটাক্ষকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “অনেকেই বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছেন। জিবে লাগাম দিন—না হলে ভবিষ্যতে কী হবে, আমরাও জানি না।”
তিনি আরও যোগ করেন, “বিএনপি ঝগড়া করে না, করবেও না। কারণ, বিএনপি একটি গণতান্ত্রিক দল।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/