সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দেখায় আজ যে ব্যবধানে জিতেছে বাংলাদেশ সেটিও কম নয়।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দেখায় আজ যে ব্যবধানে জিতেছে বাংলাদেশ সেটিও কম নয়।
ম্যাচের দশম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে একই আক্রমণে পরপর দুইবার সেভ করে শ্রীলঙ্কাকে গোল হজম থেকে বাঁচিয়ে দেন গোলরক্ষক থারুশিখা দোদামগোদেজ। সেই যাত্রায় লঙ্কানদের রক্ষা করলেও ২৪ মিনিটে পারেননি থারুশিখা। বক্সের বাইরে থেকে কানন রানী বাহাদুরের বাঁ পায়ের মাটি কামড়ানো শটটা যে বুঝতেই পারেননি তিনি।
বিরতির পর খেলা শুরু হতেই তৃতীয় গোলের দেখা পেয়েই গিয়েছিল বাংলাদেশ। তবে বাধা হয়ে দাঁড়ালেন শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিখা। ডান প্রান্ত থেকে উমেলা মারমার দারুণ এক ক্রসে মাটিতে বল পড়ার আগেই শট নিয়েছিলেন অয়ন্ত বালা মাহাত। কিন্তু তার শট অবিশ্বাস্যভাবে সেভ করলেন শ্রীলঙ্কার গোলরক্ষক। ৪৯ মিনিটে আরেকটি নিশ্চিত গোল সেভ করেন তিনি। আফঈদা খন্দকারের নেওয়া শটটা কর্নারের বিনিময়ে শ্রীলঙ্কাকে রক্ষা করেন তিনি।৭৩ মিনিটে আরেকটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল থারুশিখার। তবে এবার পরাস্ত হয়েছেন তিনি। বক্সের বাইরে থেকে পূজার নেওয়া শটটা শূন্যে লাফ দিয়ে বারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে ঠিকমতো বলকে পথ দেখাতে না পারায় জালে জড়িয়ে যায়। তাতে ম্যাচে জোড়া গোলের দেখা পান পূজা।
৮২ মিনিটে অবশ্য নিশ্চিত গোল তালুবন্দি করে তৃষ্ণাকে ঠিকই হতাশ করেছেন থারুশিখা। ৪ মিনিট পর তৃষ্ণাকে হতাশ হতে হয়নি। ৮৬ মিনিটে ঠিকই গোলটা আদায় করে নিয়েছেন তিনি। এই গোলের পরেই শ্রীলঙ্কার হয়ে ম্যাচে দুর্দান্ত প্রতিরোধ গড়া থারুশিখা বদলি হতে বাধ্য হন। অসুস্থ হওয়ায় তাকে মাঠ ছাড়তে হয়। শ্রীলঙ্কার জালে শেষ পেরেক মারেন বাংলাদেশের অধিনায়ক আফঈদা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টিতে গোল করেন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/