এক ম্যাচ হাতে রেখে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। শনিবার বেনোনিতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
ব্যাটিং-বোলিংয়ে পারফরম্যান্সের ধারাবাহিকতায় বাংলাদেশ স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৬১ রানে। সেটাও ৩০.২ ওভারে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক স্পিনার স্বাধীন ইসলাম। লেগ স্পিনার মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে আক্রমণেও ছিলেন দুর্দান্ত। মাত্র ৩ ওভারে ১ মেডেনে রানে নেন ২ উইকেট। ২ উইকেট পেয়েছেন আল-ফাহাদ এবং আজিজুল ইসলামও। তবে স্বাধীনের ছোট্ট স্পেল গড়ে দেয় বড় ব্যবধান।
বাংলাদেশের বোলিং দাপটে দক্ষিণ আফ্রিকার হয়ে কেবল ফিফটি ছুঁয়েছেন অধিনায়ক জসন রোলেস। ৪৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানের ইনিংসটি সাজান তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন করেন বোথা। ২০ রান আসে কামো পিরির ব্যাট থেকে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে জাওয়াদ আবরার নিজের ফর্ম ধরে রেখেছেন। টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন তিনি। ৫৩ বলে ৫৭ রান করেন ১ চার ও ৬ ছক্কায়। অধিনায়ক আজিজুল হাকিম রানে ফিরেছেন। ৯০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৭ রান করেন। রিজান হাসানও টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন। ৭১ বলে ৪ চারে সাজান ইনিংসটি।
আগামী ২২ জুলাই একই মাঠে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/