ভয়াবহ বজ্রঝড়ের কবলে পড়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলে একটি পর্যটকবাহী ক্রুজ জাহাজ ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে।
শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে কোয়াং নিন প্রদেশের হা লং উপসাগরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন।
প্রতিবেদনে বলা হয়, আকস্মিক ঝড়ের কবলে পড়ার কিছুক্ষণের মধ্যেই জাহাজটি ডুবে যায়। এতে ৪৮ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন, যাদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে হা লং উপসাগরে ঘুরতে এসেছিলেন।
জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/