ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। নায়িকা সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তোলা তার একটি সেলফি নিয়ে তোলপাড় চলছে অন্তর্জালে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেটিজেনদের দাবি—“পরকীয়া প্রেমে জড়িয়েছেন সৃজিত।”
সুস্মিতার সঙ্গে নাম জড়িয়ে যখন তোলপাড় চলছে ঠিক তখন নীরবতা ভাঙলেন সৃজিত মুখার্জি। কেবল সৃজিত নন, একরাশ বিরক্তি নিয়ে নায়িকা সুস্মিতাও মুখ খুলেছেন।
‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে ‘পরকীয়া প্রেম’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন সৃজিত মুখার্জি। বিস্ময় প্রকাশ করে ‘জাতীস্মর’ নির্মাতা বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।”
এ বিষয়ে কথা বলতে ইন্ডিয়ান এক্সপ্রেস যোগাযোগ করে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে। তিনি বলেন, “আমি সত্যিই ভাবিনি একটা ছবি পোস্ট করলে তার ফল এইরকম হতে পারে। যদি কারো মধ্যে সম্পর্ক থাকে তাহলে লুকোচুরির প্রশ্ন আসে। আমি আর সৃজিতদা বারবার একটা কথা বলেছি, ‘আমরা ভালো বন্ধু। আর বন্ধুত্ব তো লুকানোর কোনো বিষয় নয়।”
এখন থেকে ভাবনাচিন্তা করে ছবি পোস্ট করতে হবে, না হলে বিয়েও দিয়ে দিতে পারেন বলে মনে করেন সুস্মিতা। তার ভাষায়, “আমি সিঙ্গেল বলেই হয়তো একটা সেলফি নিয়ে এত শোরগোল। যখন সম্পর্কে ছিলাম তখন ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু ছিল না। এখন গুটি কয়েক বন্ধু হয়েছে। তাদের সঙ্গে সেলফি দিলে যে এরকম পরিস্থিতি তৈরি হবে তা আগে আঁচ করতে পারিনি। এবার থেকে ছবি পোস্ট করার আগে মনে হচ্ছে অনেক ভাবনাচিন্তা করতে হবে। না হলে তো আমার বিয়েও দিয়ে দেবে!”
প্রশ্ন ছুড়ে দিয়ে সুস্মিতা চ্যাটার্জি বলেন, “শুভশ্রীদির সঙ্গেও তো সেলফি দিয়েছি। সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। একজন পুরুষের সঙ্গে সেলফি তুললেই সেখানে সম্পর্কের গন্ধ খুঁজে পাওয়া যায়?”
সুস্মিতা চ্যাটার্জি
কয়েক দিন আগে পুরো টিম নিয়ে পুরীতে সৃজিত তার নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন। নীলাচলের সৈকতে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন সৃজিত-সুস্মিতা। পরে অভিনেত্রী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর প্রেমের গুঞ্জন চাউর হয়। কেবল তাই নয়, শুটিংয়ের ফাঁকে তারা দুজনে একান্ত সময়ও কাটিয়েছেন বলে বাতাসে খবর ভাসতে থাকে।
উল্লেখ্য, সৃজিত মুখার্জি ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে। তবে সুস্মিতা চ্যাটার্জি এখানো অবিবাহিত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/