তানিয়া শবনম, জবি প্রতিনিধি: শিশু সুরক্ষা সচেতনতা সপ্তাহ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স: মেন্টাল ওয়েলনেস ফর বাংলাদেশি স্ট্রিট চিলড্রেন’ শীর্ষক সেমিনার।
সামাজিক বিজ্ঞান অনুষদের ১০১ নম্বর কক্ষে আয়োজিত এ সেমিনারে পথশিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, "বাংলাদেশে পথশিশুদের সংখ্যা নেহাতই কম নয়। তাদের অধিকার, প্রতিভা ও দক্ষতা বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে প্রতিটি শিশু সমান সুযোগ পায় বেড়ে ওঠার।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।"
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. হাসান রেজা এবং যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির শিক্ষক ও মেন্টাল হেলথ ক্লিনিসিয়ান ড. শরীফ হায়দার।
তাঁরা সহিংসতার শিকার পথশিশুদের মানসিক অবস্থা ও তা উত্তরণের করণীয় বিষয়ে গবেষণা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোকপাত করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং স্বাগত বক্তব্য দেন সেমিনার উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মহসিন রেজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রাজিনা সুলতানা, ড. বুশরা জামানসহ সমাজকর্ম বিভাগের অন্যান্য শিক্ষকরা।
সেমিনারে বিভাগের প্রায় ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা পথশিশুদের পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/