বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি মামলার পরিপ্রেক্ষিতে পিবিআইয়ের অনুরোধে এসব তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইতোমধ্যে ইসি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে। কমিশনের উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি ও দায়িত্বের বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে।
২০২৪ সালের ২২ জুন ঢাকার শেরে বাংলা নগর থানায় ভোটে অনিয়মের অভিযোগে একটি মামলা হয়। ওই মামলার তদন্তে তথ্য প্রয়োজন হওয়ায় ৩ জুলাই পিবিআই চিঠি দিয়ে ইসির কাছে তিন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য চায়।
জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও)। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা মাঠপর্যায়ে ভোটের তদারকিতে যুক্ত থাকেন।
প্রতি জাতীয় নির্বাচনে প্রায় ২ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা—প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োজিত থাকেন। এখন পিবিআইয়ের চাহিদা অনুযায়ী তাদের সম্পর্কে তথ্য তৈরি করছে ইসি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/